তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে অবস্থান স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র
ন্যাটো মিত্র তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার। তিনি বলেন, আঙ্কারা তার দেশের গুরুত্বপূর্ণ অংশীদার। এটা শুধু এই অঞ্চলেই নয়, পুরো দুনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
প্যাট রাইডার বলেন, বিশ্বমঞ্চে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে।
আঙ্কারার কাছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্যাট রাইডার বলেন, এটা কংগ্রেসের একটি সিদ্ধান্ত।
তিনি বলেন, ‘অবশ্যই যখন যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা আসে, আমরা সবসময় বলেছি যে, আঙ্কারা একটি গুরুত্বপূর্ণ অংশীদার ও মিত্র।’
পেন্টাগনের মুখপাত্র বলেন, ‘আমরা তুরস্কের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবো যে, কীভাবে আমরা এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারি এবং আমাদের পারস্পরিক প্রতিরক্ষা চাহিদাগুলো নিশ্চিত করতে পারি।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অংশীদারিত্ব
- সামরিক খাত
- ন্যাটো