You have reached your daily news limit

Please log in to continue


বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ

সত্তর ও আশির দশকে ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ওপেনিং ব্যাটার ছিলেন গর্ডন গ্রিনিজ। বিশ্বসেরা ক্রিকেটারের পরিচয় ছাপিয়ে বাংলাদেশে তিনি পরিচিত কোচ হিসেবে। ১৯৯৭ সালে তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট দল পৌঁছে যায় বিশ্বকাপ মঞ্চে। ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়সহ ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আইসিসি ট্রফি জয়ের পর থেকেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করেন নেন গর্ডন গ্রিনিজ। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন তিনি।

সাহিত্যের মর্যাদাপূর্ণ আয়োজন ঢাকা লিট ফেস্টের দশম আসরে অংশ নিতে এসেছিলেন গর্ডন গ্রিনিজ। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তিনি। উৎসবে এক বিকেলে বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদের মুখোমুখি হন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন