'এখন আমার ঝিরে কি দিয়া বুঝামু'
শরীয়তপুরের জাজিরা এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন চালক রবিউল ইসলাম (২৮)। তার বিষয়ে হাইওয়ে পুলিশ প্রাথমিকভাবে বলছে, তিনি টানা ২৬ ঘণ্টা গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে চলন্ত ট্রাককে ধাক্কা দিলে তিনিসহ ছয়জন মারা যান।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রবিউলের স্বজনেরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। হাসপাতাল চত্বরে আহাজারি করতে করতে রবিউলের শাশুড়ি রানি বেগম বলেন, ‘আমার মেয়ে সন্তানসম্ভবা। পাঁচ বছর বয়সী একটা ছেলে আছে। আমি এখন ওদের দায়িত্ব কার কাছে দেব?’
তিনি আহাজারি করে বলেন, 'এইটুকু পোলা থুইয়া লইয়া গেলোরে, আমার যদি অর্থ থাকতোরে কইতাম মাগো তোমাগো বুকে পাজাইয়া রাখমু। আপনাদের সবার দোয়া চাই আল্লাহ যেনো ওদের বাঁচাইয়া রাখে। আমি কি পাপ করছিগো আল্লাহ-আমার ধন সম্পদ নিয়া গেলা। এখন আমার ঝিরে কি দিয়া বুঝামুরে আল্লাহ।'