![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/01/17/1673941495.Tripura.jpg)
নির্বাচন সামনে রেখে প্রচার শুরু করেছে ত্রিপুরার বিরোধী দলগুলো
ত্রিপুরার পরবর্তী বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর তৎপরতা ততই বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী দলগুলো সরব হয়ে উঠছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজ্যের প্রধান বিরোধী বামফ্রন্টের উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয়।
এদিনের মিছিলটি রাজধানীর গান্ধীঘাট এলাকা থেকে শুরু হয়ে টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস।
তিনি বলেন, ক্ষমতাসীন বিজেপির অপসাশন থেকে রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার জন্য এবং রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা ভোটারদের আহ্বান জানাচ্ছেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি ও বনমালীপুর বিধানসভার সাবেক বিধায়ক গোপাল রায় বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয়েছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিধানসভা নির্বাচন