![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/perp-20230117121306.jpg)
সমালোচনার মুখে জার্মান প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট পদত্যাগ করেছেন। নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়ে সমালোচনার মুখে সোমবার (১৬ জানুয়ারি) তিনি পদত্যাগ করেন।
এর আগে গত সপ্তাহে ক্রিস্টিনে লামব্রেশট পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছিল জার্মানির বেশ কয়েকটি সংবাদমাধ্যম। তবে সরকারের এক মুখপাত্র তখন বিষয়টি ‘গুজব' বলে দাবি করেছিলেন। সেসময় এ বিষয়ে জার্মান সরকারের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।
পদত্যাগপত্রে ল্যামব্রেশট লেখেন, কয়েক মাস ধরেই দেশের সংবাদমাধ্যমের দৃষ্টি আমার ওপর। এর ফলে গণমাধ্যমগুলো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও আলোচনা করতে পারছে না। আমার নয়, দেশের প্রতিরক্ষায় নিয়োজিতদের অবদান সাধারণ মানুষের সামনে আসা উচিত।
জানা যায়, ২০২৩ সালে নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছিলেন তিনি। সেসময় লামব্রেশটের পেছনের আকাশে আতশবাজি ফুটছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পদত্যাগ
- প্রতিরক্ষামন্ত্রী