 
                    
                    প্রজননস্বাস্থ্যে থাইরয়েড হরমোনের প্রভাব
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ০৮:৩৪
                        
                    
                থাইরয়েড হরমোন একটি গুরুত্বপূর্ণ বিপাকীয় হরমোন; যা আমাদের গলার ঠিক সামনে অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আমাদের বিপাক, ওজন নিয়ন্ত্রণ, দৈহিক ও মস্তিষ্কের বিকাশ, শ্বাসকার্য, দেহের তাপমাত্রা, হৃৎস্পন্দন ও শরীরের অন্যান্য মুখ্য কাজ নিয়ন্ত্রণ করে এই হরমোন।
তাই গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের মাত্রা নিরীক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এটি ভ্রূণের বিকাশ ও শিশুর স্নায়বিক পরিপক্বতার জন্য জরুরি। যদি প্রয়োজনের তুলনায় কখনো এই হরমোন খুব বেশি অথবা খুব কম পরিমাণে নিঃসৃত হয়, তখনই নানা সমস্যার সৃষ্টি হয়। তবে চিকিৎসা নিলে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- থাইরয়েডের সমস্যা
 
                    
                