রাজধানী ঢাকা কতটা বাসযোগ্য শহর, সেটি তার পয়োনিষ্কাশনব্যবস্থার দিকে নজর দিলেই স্পষ্ট হয়। কিন্তু ওয়াসা একের পর এক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচ করলেও ঢাকার পয়োনিষ্কাশনব্যবস্থা নিয়ে আমাদের হতাশ হতেই হয়।
এর সর্বশেষ হতাশাজনক প্রকল্প হচ্ছে দাশেরকান্দি পয়ঃশোধনাগার। প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত শোধনাগার চালুও হয়েছে। রাজধানীর চারপাশের নদীদূষণ রোধের উদ্দেশ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হলেও তা কোনো কাজেই আসছে না।
কথা ছিল, প্রকল্পের আওতাধীন এলাকা থেকে পয়োবর্জ্য পাইপলাইনের মাধ্যমে শোধনাগারে যাবে। এরপর সেই বর্জ্য শোধনের মাধ্যমে বালু নদে গিয়ে পড়বে। কিন্তু পয়োবর্জ্য শোধনাগারে পৌঁছানোর পাইপলাইনই এখনো তৈরি হয়নি। এখন কেবল হাতিরঝিলের একাংশের পানি পরিশোধন করতে পারছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ।
- ট্যাগ:
- মতামত
- বাসযোগ্য শহর
- পয়ঃনিষ্কাশন
- ঢাকা ওয়াসা