You have reached your daily news limit

Please log in to continue


ফ্যাশনে ও আরামে স্কার্ট

শীত আর বসন্ত—এ দুই ঋতু ঘুরে বেড়ানোর দারুণ মৌসুম। আর ঘুরে বেড়ানো মানেই স্মৃতির ঝুলিতে কিছু চমৎকার ছবি তুলে রাখা। পাহাড়, সমুদ্র বা প্রিয় জায়গায় তোলা ছবিতে নিজেকে কতটা সুন্দর লাগছে, সেটা নিয়েও এখনকার তরুণীরা কম ভাবেন না। ভ্রমণে পোশাক হওয়া চাই আরামদায়ক ও রঙিন। এই সব মিলিয়ে স্কার্ট যেন পোশাক হিসেবে জুতসই।

আরাম ও স্টাইলের কথা মনে রেখে এখন অনেক তরুণীই পোশাক হিসেবে বেছে নিচ্ছেন স্কার্ট। অনেক ধরনের মধ্য়ে প্রাধান্য পাচ্ছে বড় ঘেরসহ লং স্কার্ট। বিশ্ববিদ্যালয়পড়ুয়ারাও রোজকার পোশাক হিসেবে স্কার্টকেই গুরুত্ব দিচ্ছেন। শুধু তা-ই নয়, আরাম ও ক্যারি করা সহজ বলে সব বয়সের নারীরাই এ পোশাকটি পছন্দ করেন।

স্কার্ট বিভিন্ন ধরনের কাপড়ে তৈরি হয়। সুতি, তাঁত, লিনেন, প্রিন্টেড বা একরঙা সিল্ক কাপড়, জর্জেট ইত্যাদি। লং স্কার্টের মধ্যে স্ট্রেট কাট যেমন চলছে, তেমনি বেশি ঘেরওয়ালা স্কার্টও এখন বেশি চলছে। স্কার্টে এখন যোগ হচ্ছে উজ্জ্বল রং। তবে হালকা রঙের ব্লক করা বা একরঙা স্কার্টও তৈরি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন