লন্ডনের আবাসন খাতে শীর্ষ ১০ বিদেশি ক্রেতার তালিকায় বাংলাদেশিরা

বিডি নিউজ ২৪ লন্ডন প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ২১:২১

লন্ডনে দামি সম্পত্তি কেনার দৌড়ে ভিনদেশি ক্রেতাদের তালিকায় শীর্ষ ১০ এ রয়েছে বাংলাদেশি ক্রেতাদের নাম।


যুক্তরাজ্যের রাজধানীতে সবচেয়ে আকর্ষণীয় ও দামি সম্পত্তি (বাড়ি, হোটেল, দোকান, জমি ইত্যাদি) কেনার ক্ষেত্রে এই বিদেশি ক্রেতার তালিকায় বাংলাদেশিরা আছে নবম স্থানে।


আবাসন খাতের পরামর্শক কোম্পানি অ্যাসটনসের এক বিশ্লেষণে এসেছে এ তথ্য। বিনিয়োগের মাধ্যমে স্থায়ী বসবাস এবং নাগরিকত্ব প্রাপ্তির মত বিষয় নিয়ে কাজ অ্যাসটনস।

তাদের ২০২০ সালের পরিসংখ্যানের বরাত দিয়ে যুক্তরাজ্যের হাউজবিল্ডিং শিল্পখাত বিষয়ক সাময়িকী শোহাউজ লন্ডনের সম্পত্তিতে বিনিয়োগকারী শীর্ষ ১০টি দেশের এই তালিকা প্রকাশ করেছে। 


অ্যাসটনের বিশ্লেষণ থেকে জানা গেছে, ২০২০ সালে বিশ্বের অর্থ ও বাণিজ্যের অন্যতম কেন্দ্র লন্ডনে গড়ে ১১ কোটি ৯০ লাখ পাউন্ডের কিছু বেশি দামে সম্পত্তি হাতবদল হয়েছে। এক্ষেত্রে ওই বছরের ৬ হাজার ৪৩৮টি লেনদেনের তথ্য বিবেচনায় নিয়েছে অ্যাসটনস।


লন্ডনের বিভিন্ন এলাকার পোস্ট কোডের ভিত্তিতে এই বিশ্লেষণ থেকে জানা যায়, শহরের সবচেয়ে দামি সম্পত্তিগুলো সব মিলিয়ে কমবেশি ৮১০ কোটি পাউন্ডে বিক্রি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও