স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে: জাহিদ মালেক
বিগত সময়ের চেয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্যাজুয়ালিটি সার্ভিস ও ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, দেশে যদি স্বাস্থ্যসেবা ভালো থাকে, তাহলে দেশের উন্নয়নের গতি লাভ করে। দেশে যদি খাদ্যাভাব না থাকে, বিদ্যুৎ ও রাস্তাঘাট ভালো থাকে, তাহলে আমরা দেশের উন্নয়ন পেতে পারি। এ উন্নয়নগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭৩ বছর। কিছুদিন আগেও মানুষের গড় আয়ু ৬০ বছরের ঘরে ছিল। এটা কোনো যাদু নয়, স্বাস্থ্য সেবার উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু ৭৩ বছর হয়েছে। স্বাস্থ্যসেবার বিপুল উন্নয়ন হয়েছে। স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। গড় আয়ু বাড়ার পেছনে এটাও একটা অন্যতম কারণ।