You have reached your daily news limit

Please log in to continue


বিদেশি কোনো প্রেসক্রিপশনে দেশে নির্বাচন হবে না: আ জ ম নাছির

বিদেশি কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে দারুল ফজল মার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

আ জ ম নাছির বলেন, আমাদের এই কর্মসূচি কোনো রাজনীতিক দলের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নয়। দেশে প্রত্যেক দলেরই রাজনীতি করার এবং রাজপথে কর্মসূচি পালনের অধিকার রয়েছে। তবে এই কর্মসূচি পালন করতে গিয়ে কেউ যদি জানমালের ক্ষতি করে তাহলে আমরা জানমাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম, আছি এবং থাকবো।

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, পবিত্র সংবিধান অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচন কমিশনঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেউ যদি না আসে তাহলে তারা নিজেরাই গৃহবন্দি থাকতে বাধ্য হবেন। এও বলতে চাই, বিদেশি কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পদ্ধতিকে আদালত প্রত্যাখ্যান করেছে। তাই যারা তত্ত্বাবধায়ক সরকার চায়, তারা আদালত মানে না, সংবিধান মানে না। আমরা সংবিধান ও গণতন্ত্র রক্ষায় একটি গ্রহণযোগ্য নির্বাচনে বিশ্বাসী এবং জনগণের প্রত্যাশা ও প্রত্যয় অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচন হবেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন