কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৪২ ট্রিলিয়ন সম্পদের ৬৭ শতাংশ ১ শতাংশ ধনীর হাতে: অক্সফাম

ডেইলি স্টার প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১৮:০৫

২০২০ সালের পর বিশ্বে নতুন করে তৈরি হওয়া ৪২ ট্রিলিয়ন ডলার সম্পদের দুই তৃতীয়াংশই গেছে বিশ্বের শীর্ষ ১ শতাংশ ধনীদের হাতে।


সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন শুরুর প্রাক্কালে দাতব্য সংস্থা অক্সফাম প্রকাশিত নতুন এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


আজ সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।


অক্সফামের 'সারভাইভাল অব দ্য রিচেস্ট' শিরোনামের এই প্রতিবেদন অনুসারে, বিলিওনিয়ারদের সম্পদ প্রতিদিন গড়ে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে। অপর দিকে, ১ দশমিক ৭ বিলিয়ন কর্মী এমন সব দেশে বসবাস করছে, যেখানে মূল্যস্ফীতির পরিমাণ তাদের বেতনের চেয়ে বেশি হারে বাড়ছে।


একইসঙ্গে, পৃথিবীর অর্ধেক বিলিওনিয়ার এমন সব দেশে থাকেন, যেখানে পৈত্রিক সূত্রে পাওয়া সম্পদের ওপর কোনো কর প্রযোজ্য নয়। অক্সফাম জানিয়েছে, এর ফলে তারা তাদের উত্তরসূরিদের জন্য ৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ রেখে যেতে পারবেন, যা সমগ্র আফ্রিকার জিডিপির (মোট দেশজ উৎপাদন) চেয়ে বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও