You have reached your daily news limit

Please log in to continue


আরও ৪ বছর প্রতিদিন প্রচার হবে ‘সিসিমপুর’

জনপ্রিয় শিশুতোষ সিরিজ ‘সিসিমপুর’ ২০১৯ সাল থেকে প্রতিদিন প্রচার হয়ে আসছে দুরন্ত টিভিতে। সামনের ৪ বছরও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকছে। এমনটাই জানান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর গণমাধ্যম উপদেষ্টা পলাশ মাহবুব।

এ উপলক্ষে সোমবার (১৬ জানুয়ারি) সিসিমপুর কার্যালয়ে নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ এবং দুরন্ত টেলিভিশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম এবং দুরন্ত টেলিভিশনের পরিচালক অভিজিৎ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় সিসেমি ওয়ার্কশপের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ ইয়াংউড, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্যারি রোজেনফেল্ড, প্রধান গবেষণা কর্মকর্তা এলিসন ব্রায়ান্ট এবং ইউএসএআইডি-বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সুদেব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন