আইনজীবী না হয়ে ফ্রিল্যান্সার, মাসে আয় ৪ লাখ টাকা
মুহাম্মদ শফিকুর রহমান মাত্র সাত বছর বয়সে বাবাকে হারান। স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি পাশ করলেও মাস্টার্স শেষ করতে পারেননি। পরিবারে আর্থিক টানাপোড়েন লেগেই ছি। তাই পড়াশোনা বাদ দিয়ে আয়ের পথ খুঁজতে শুরু করেন। বর্তমানে তিনি কাজ করেছেন বিদেশী দুটি কোম্পানির সঙ্গে। নিজেও খুলেছেন একটি এজেন্সি।
মাসে তার আয় চার থেকে ছয় হাজার ডলার। বাংলাদেশি টাকায় ৪ থেকে ৬ লাখ টাকা। জীবনযুদ্ধে সফল এই ফ্রিল্যান্সারের নাম সাদী রহমান। ছোটবেলা থেকে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখলেও সাদীর মা চাইতেন ছেলে কম্পিউটার সংক্রান্ত কোনো কাজ করুক। মায়ের ইচ্ছায় কম্পিউটার শিখতে গিয়েই সাদী ফ্রিল্যান্সিংয়ের কথা জানতে পারেন। সেসময় কম্পিউটার বা স্মার্টফোন কিছুই ছিল না সাদীর। পরিচিত একজনের বাসায় গিয়ে কম্পিউটার চালাতেন। পরে মা এবং বোনের কাছ থেকে টাকা নিয়ে পুরোনো একটি কম্পিউটার কিনে আনেন বাড়িতে।