![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/01/online/facebook-thumbnails/Untitled-2-samakal-63c5170a9edbb.jpg)
প্রত্যাশার অর্ধশতক, স্বর্ণা-দিলারার ব্যাটে লড়ছে বাংলাদেশ
সমকাল
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১৫:৩৮
অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পর নারীদের প্রথম অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশা দেখছে সবাই। আজ সুপার সিক্সের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে নারী টাইগ্রেসরা। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দূরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আফিয়া প্রত্যাশা ও মিস্টি সাহা।
লঙ্কান বোলারদের তুলোধুনা করে ঝড় তোলেন ওপেনার প্রত্যাশা। দলীয় ৭৫ রানে প্রত্যাশার বিদায়ে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। বিদায়ের আগে ৪৩ বলে ৫৩ রান করেন আফিয়া প্রত্যাশা। যেখানে ছিল ৫ চার ও ৩ ছক্কার মার। ২৪ বলে ১৪ রান করে রানআউট হন মিস্টি সাহা।