কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বন্দি বিনিময় বাতিল করেছে রাশিয়া, দাবি ইউক্রেনের

বাংলা ট্রিবিউন ইউক্রেন প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১৩:৪৫

কিয়েভের সঙ্গে শেষ মুহূর্তে একটি বন্দি বিনিময় কর্মসূচি বাতিল করেছে রাশিয়া। এমন অভিযোগ করেছে ইউক্রেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে যুদ্ধবন্দিদের বিষয়ে গঠিত ইউক্রেনের সমন্বয় দফতর জানিয়েছে, রুশ পক্ষের সঙ্গে বন্দি বিনিময়ের আরও একটি পরিকল্পনা করা হয়েছিল।


তবে শেষ মুহূর্তে এটি বাতিল করে দিয়েছে মস্কো।রয়টার্সের তরফে এ বিষয়ে জানতে চেয়ে রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতায়ানা মোসকালকোভার দফতরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার দফতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েক দফায় বন্দি বিনিময় করেছে দুই দেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও