শিল্পকলায় যাত্রা উৎসবের তৃতীয় দিনে ছিল৬টি পালা
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:৪০
ঢাকা: আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য যাত্রাপালা। আধুনিকতার বিষবাস্পে হারিয়ে যাওয়ার পথে শেকড়ের এই সংস্কৃতি গর্ব করার মতো।
এই লোক সংস্কৃতির পুনরুদ্ধারে নতুন উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে শিল্পকলা একাডেমি ‘যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা ২০১২’ এর আলোকে যাত্রাদলগুলোকে নিবন্ধনের লক্ষ্যে ছয় দিনের যাত্রা উৎসবের আয়োজন করেছে। এটি উৎসবের ১৪তম আসর। রোববার (১৫ জানুয়ারি) ছিল এই উৎসবের তৃতীয় দিন। এদিন একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে দেশের ছয়টি যাত্রাদল ছয়টি যাত্রাপালা পরিবেশন করে।