ফের বিধ্বংসী হামলা রাশিয়ার

সমকাল ইউক্রেন প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:৩৬

সামরিক ঘাঁটি কিংবা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা- কিছুই নেই এখানে, শুধুই বেসামরিক নিরপরাধ মানুষের বসবাস। তবুও হামলা করা হয়েছে- এভাবেই রুশ বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন হামলা থেকে বেঁচে যাওয়া বাসিন্দা ইভান গার্নুক। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ডিনিপ্রো নদীর তীরবর্তী বহুতল ভবনসমৃদ্ধ আবাসিক এলাকায় গত শনিবার বিমান, ক্ষেপণাস্ত্রসহ শতাধিক ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী।


হামলার সময় তিনি তাঁর অ্যাপার্টমেন্টের ভেতরেই ছিলেন। গার্নুক জানান, হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনেই ১ হাজার ৭০০ মানুষের বসবাস। এখন আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছে কর্তৃপক্ষ। বিদ্যুৎহীন হয়ে পড়ায় হামলার শিকার ভবনের বাসিন্দারা মোবাইলের লাইট জ্বালিয়ে উদ্ধারের আকুতি জানাচ্ছেন। খবর এএফপির। কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবারের ওই হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২৩।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও