৩ মাসের মধ্যে এসইউ-৩৫ রুশ যুদ্ধবিমান পাচ্ছে ইরান

যুগান্তর ইরান প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:২৩

আগামী তিন মাসের মধ্যে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এসইউ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে ইরান। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে রোববার ইরানের এমপিরা জানিয়েছেন।


যুদ্ধবিমান ছাড়াও রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ক্রয় করছে ইরান। খবর আনাদোলুর।


ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তাবিষয়ক কমিটির সদস্য শাহরিয়ার হায়দারি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজকে রোববার এসব কথা জানান।


শাহরিয়ার হায়দারি বলেন, আগামী ২১ মার্চ ইরানি নববর্ষ শুরু হবে। এই সময়ের মধ্যেই রাশিয়া থেকে এসইউ-৩৫ যুদ্ধবিমান এসে তেহরান পৌঁছাবে।


তারও আগে অত্যাধুনিক হেলিকপ্টার, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এসে ইরানে পৌঁছাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও