
বিএনপি সমমনাদের বিক্ষোভ, মাঠে থাকবে আ.লীগ
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:১৯
যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি নিয়ে সোমবার আবার মাঠে নামছে বিএনপি ও সমমনা দল ও জোট। মহানগর ও উপজেলায় এ কর্মসূচি পালন করবে তারা।
এবারও বিএনপির কর্মসূচির ঘিরে মাঠে থাকার প্রস্তুতি রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। সর্বস্তরের নেতাকর্মীদের কেন্দ্র থেকে এমন বার্তা দেওয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দুপুর ২টায় মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন দলের জ্যেষ্ঠ নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সংক্ষিপ্ত সমাবেশ থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ‘বিক্ষোভ সমাবেশ’ কর্মসূচির ঘোষণা দিতে পারেন তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে