মুদ্রানীতিতে ডলার সংকট নিরসনের পরিকল্পনা নেই

সমকাল প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০৬:০৪

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রানীতিতে ভোক্তা ঋণের সুদহার ৯ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে। এ ছাড়া এখনকার মূল্যস্ফীতি সরবরাহের দিক থেকে আসছে। তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্প, খাদ্য নিরাপত্তা, রপ্তানি ও কারখানা সবুজায়নে ৫০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচি চালুর মাধ্যমে মুদ্রা সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছে। কম সুদে পুনঃঅর্থায়ন দিলেই ঋণ চাহিদা বাড়বে কিনা নিশ্চিত নয়। ফলে এটা মূল্যস্ফীতির জন্য হিতে বিপরীতে হতে পারে।


এ ছাড়া মুদ্রানীতিতে ডলার সংকট নিরসনে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই।বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির ওপর সমকালকে দেওয়া প্রতিক্রিয়ায় এ মত দেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তিনি বলেন, মুদ্রানীতিতে টাকার সরবরাহ বাড়াতে পুনঃঅর্থায়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে কম সুদে পুনঃঅর্থায়ন দিলেই ঋণ চাহিদা বাড়বে কিনা নিশ্চিত নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও