কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কয়লার অভাবে উৎপাদন বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের

আলোচিত বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন গতকাল শনিবার থেকে বন্ধ রয়েছে। বিদ্যুৎকেন্দ্রের কয়লার মজুত শেষ হয়ে যাওয়ায় ও ডলার সংকটের কারণে নতুন কয়লা আমদানি করতে না পারায় উৎপাদন শুরুর এক মাসের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ করা হলো।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে বিদুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ রয়েছে। কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের কাজ শতভাগ শেষ না হওয়ায় সেটা এখনও বিদ্যুৎ উৎপাদনে যায়নি। তবে উৎপাদন বন্ধ থাকলেও এ সময়ে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ কাজে।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) ওয়ালি উল্লাহ বলেন, কয়লা শেষ হওয়ায় শনিবার সকাল থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা এলে আবারও উৎপাদন শুরু হবে। তবে কবে নাগাদ কয়লা আসবে বা আসতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন