ঋণ ও আর্থিক খাতের ঝুঁকি জানতে চায় আইএমএফ: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশকে ঋণ দেওয়ার ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ঋণ ও আর্থিক খাতের ঝুঁকির বিষয়ে জানতে চেয়েছে সংস্থাটির প্রতিনিধিদল।
বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।
এ সময় আইএমএফের ডিএমডি অ্যান্তইনেত মনসিও সায়েহের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘বিভিন্ন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সে বিষয়ে আইএমএফের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপ সম্পর্কে তাঁদের সামনে তুলে ধরেছি। তাঁরা এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছেন। আমরা তাঁদের সামনে সবকিছু তুলে ধরেছি।’
তিনি আরও বলেন, ‘ঋণ পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। নিয়ম অনুযায়ী আমরা ঋণ পাব। ধারাবাহিক কর্মসূচির আওতায় এবার আইএমএফের এই প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে। ৩১ জানুয়ারি ঋণের চূড়ান্ত অনুমোদন হবে।’