ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে বিক্ষোভ, গ্রেফতার কলেজছাত্রের জামিন

বাংলা ট্রিবিউন চট্টগ্রাম প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:১৩

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে বিক্ষোভের সময় গ্রেফতার কলেজছাত্র মোস্তাকিম (২২) জামিন পেয়েছেন। রবিবার (১৫ জানুয়ারি) শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. অলি উল্লাহর আদালত জামিন মঞ্জুর করেন।


মোস্তাকিমকে বিনা পয়সায় আইনি সহায়তা দিচ্ছেন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন (বিএইচআইএফ)। সংস্থার আইনজীবী জিয়া হাবিব আহসান মোস্তাকিমের জামিনের তথ্য নিশ্চিত করেছেন।


মঙ্গলবার পুলিশ চমেক হাসপাতালের সামনের সড়ক থেকে মোস্তাকিমকে গ্রেফতার করে। পরদিন বুধবার মোস্তাকিমকে পুলিশ আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত রিমান্ড আবেদন না মঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তিন দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে রিপোর্ট আদালতে দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার জিজ্ঞেসাবাদ শেষে রবিবার পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও