You have reached your daily news limit

Please log in to continue


উদ্ভাবন সূচকে ১৪ ধাপ এগোল বাংলাদেশ

যন্ত্রের উদ্ভাবনী ব্যবহারে বাংলাদেশের মানুষের মুনশিয়ানা আছে। পানি উত্তোলনের শ্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে গাড়ি বানানো, নৌকা চালানো থেকে শুরু করে ধান কাটা—কী না হয় এই দেশে! তা সত্ত্বেও বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশ বরাবরই পিছিয়ে, যদিও ২০২২ সালের সূচকে বাংলাদেশ ১৪ ধাপ এগিয়েছে।

জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) উদ্ভাবন সূচকে ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১১৬তম—২০২২ সালে ১৪ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১০২তম। ১৩২টি দেশের মধ্যে এই সূচক করা হয়।

সূচকে বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ৭। সূচকের শীর্ষ দেশ সুইজারল্যান্ডের স্কোর ৬৪ দশমিক ৬। তবে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এই স্কোর তার উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একটি দেশের শিক্ষাব্যবস্থা, মানবসম্পদ, গবেষণা ও ব্যবসা-বাণিজ্যের পরিশীলনের ওপর তার স্কোর নির্ভর করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন