মিস ইউনিভার্স ২০২২ হলেন আমেরিকার আর বনি গ্যাব্রিয়েল
মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলেন মিস ইউএসএ আর'বনি গ্যাব্রিয়েল। সারাবিশ্ব থেকে মোট ৮৩ জন প্রতিযোগী প্রতিনিধিত্ব করেছেন।। আর বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরালেন ভারতের মিস ইউনিভার্স ২০২১ হারনাজ সান্ধু।
শনিবার (১৪ জানুয়ারি) ৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের নিউ অরলিন্স মরিয়াল কনভেনশন সেন্টারে।
মিস ইউনিভার্স ২০২২ আর'বনি গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার, মডেল এবং সেলাই প্রশিক্ষক হিসেবে কাজ করেন। নিজের পোশাকের স্টার্টআপ R'Bonney Nola-এর সিইও তিনি। মিস ভেনিজুয়েলা আমান্ডা দুদামেল এবং মিস ডোমিনিকান রিপাবলিক আন্দ্রেনা মার্টিনেজ প্রথম এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন তিনি।