শিশুর মাম্পস হলে করণীয়
প্রথম আলো
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ০৯:০৪
মাম্পস শিশুদের একটি পরিচিত সংক্রামক ব্যাধি। ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। প্যারামিক্সো ভাইরাস শ্রেণির অন্তর্গত আরএনএ ভাইরাসে এ রোগ হয়। প্যারোটিড গ্রন্থি ফোলার দুই দিন আগে থেকে পাঁচ দিন পর্যন্ত রোগী এর জীবাণু ছড়াতে সক্ষম থাকে। তবে এ রোগের কোনো বাহক থাকে না। এটা বেশি ঘটে শীতের শেষ ও বসন্তকালে। মাম্পস মূলত ছড়ায় আক্রান্ত রোগীর সরাসরি সংস্পর্শ, কাশি–হাঁচি কিংবা লালা-প্রস্রাব ইত্যাদির মাধ্যমে।
লক্ষণ
শরীরে রোগের জীবাণু প্রবেশের ১২-২৫ দিনের মাথায় উপসর্গ দেখা দেয়। শুরুতে জ্বর, ক্লান্তি, মাথাব্যথা, বমি ও বমি ভাব দেখা দেয়। এ সময় খিদেও লোপ পায়।