Caesarean delivery | বাড়ছে সিজারিয়ান প্রসব, উদ্বেগজনক পশ্চিমবঙ্গের চিত্রও
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ০৭:০৮
দেশে যথেচ্ছ ভাবে বাড়ছে সি-সেকশন বা সিজারিয়ান প্রসব। ঝুঁকি এড়াতে গিয়ে এ ধাঁচের প্রসব উল্টে মা-সন্তানের বিপদ বাড়াচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। গত বছর গোটা দেশে যেখানে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সি-সেকশনের কারণে শিশু জন্মের গড় ২৩.২৯ শতাংশ ছিল, সেখানে পশ্চিমবঙ্গে বেসরকারি হাসপাতালে প্রতি একশোর মধ্যে ৮৪ জন শিশুর জন্ম হচ্ছে সি-সেকশনের মাধ্যমে। তুলনায় গো-বলয়ের রাজ্যগুলিতে সিজারিয়ান পদ্ধতিতে জন্মের হার দশ শতাংশের কম।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- সন্তান প্রসব
- স্বাস্থ্য
- সিজার
- সিজারিয়ান