কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্যাম্পাসগুলোতে কীভাবে শুরু হলো শাড়ি-পাঞ্জাবি দিবস

প্রথম আলো প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ০৭:৩৪

ক্যাম্পাসগুলোতে ঠিক কবে থেকে ঘটা করে ‘শাড়ি-পাঞ্জাবি উৎসব’ আয়োজন শুরু হলো, সেটার খোঁজ পাওয়া কঠিন। তবে এটুকু অনুমান করা যায়, উৎসবের শুরুটা হয়েছিল কোনো একটি বিশ্ববিদ্যালয়ের কোনো এক ব্যাচের ‘বিদায়ী অনুষ্ঠান’কে কেন্দ্র করে। দিনটা যেহেতু সবাই স্মরণীয় করে রাখতে চান, তাই শাড়ি-পাঞ্জাবি পরে ছবি তোলার আগ্রহ থেকেই উৎসবের জন্ম। বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেল।


ফেসবুকে ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ নামে একটা গ্রুপ আছে। দেশের পুরোনো ছবির বেশ সমৃদ্ধ একটা আর্কাইভ গড়ে তুলেছেন গ্রুপের মডারেটররা। এই গ্রুপে ১৯৮০ সালে তোলা একটি ছবি চোখে পড়ল। ছবির মানুষটি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৎকালীন শিক্ষার্থী শিরিন হোসেন। থাকতেন রোকেয়া হলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও