‘বিএনপি জনগণের ভোটাধিকার নষ্ট করেছে’
‘বিএনপি ক্ষমতায় থেকে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নষ্ট করেছে’ বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে চাষাড়া রেলস্টেশন ও নারায়ণগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিং গেট টি২ ও টি১ পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ ভূমি এবং শেখ রাসেল পার্ক পরিদর্শন শেষে গণমাধ্যমে এ কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থেকে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নষ্ট করেছে। তবে তারা এখন গণতন্ত্রের কথা বলে নির্বাচনি পরিবেশকে গরম করছে। তারা কোথায় থেকে এসেছে, তাদের ব্যাকগ্রাউন্ড কী? জোড় করে মানুষ হত্যা করে ক্ষমতা গ্রহণ করেছে কারা, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় এসেছে কারা? তাদের সম্পর্কে দেশের মানুষ জানে। তারা আবারও মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায়।