আবার ঠিকানা ফাঁস
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ০৭:০৪
নিউইয়র্ক, শিকাগো, ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মানুষ ‘সিটিজেন’ নামের একটি অ্যাপ ব্যবহার করেন। অ্যাপটি থেকে সুরক্ষাসংক্রান্ত নানা ধরনের বার্তা পান নাগরিকেরা। ভুলক্রমে অ্যাপটি থেকে ফাঁস হয়েছে গ্র্যামিজয়ী গায়িকা বিলি আইলিশের ছোটবেলার বাড়ির ঠিকানা।
মার্কিন গণমাধ্যমগুলো জানায়, গত সপ্তাহে ভুলক্রমে অ্যাপটি থেকে বিলির পারিবারিক বাড়ির ঠিকানা ফাঁস হয়ে যায়। এরপর ১ লাখ ৭৮ লাখের বেশি মানুষের কাছে চলে যায় সে বার্তা। ভুল বুঝতে পেরে অ্যাপটি যতক্ষণে বার্তাটি মুছে দেয়, ততক্ষণে সেটি দেখে ফেলেন ৭৮ হাজারের বেশি মানুষ। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরেই তোলপাড় চলছে। তবে যাঁর বাড়ির ঠিকানা নিয়ে এত ঘটনা, সেই বিলি অবশ্য এখনো চুপ।