কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রমজানের আগেই চড়া আদা-রসুনের দাম

সমকাল ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ১১:৩৬

রমজানের দুই মাসের বেশি সময় আগেই বাড়তে শুরু করেছে আদা ও রসুনের দাম। এক সপ্তাহের ব্যবধানে আমদানি করা রসুনের দাম কেজিতে সর্বোচ্চ ৩০ টাকা এবং আদার দাম ১০০ টাকা বেড়েছে। মুরগি, ডিম ও সবজির বাজারে কিছুটা তেজ দেখা গেছে। তবে আমন ধান ওঠায় মোটা চালের দাম কিছুটা কমেছে। গতকাল রাজধানীর বনানী, মহাখালী ও কারওয়ান বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।


দেশি আদা-রসুনের চেয়ে আমদানি করা আদা-রসুনের দাম বেড়েছে বেশি। বিদেশি আদার কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। এক সপ্তাহ আগেও ছিল ১০০ থেকে ১৫০ টাকা। দেশি আদার কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৬০ টাকা। সপ্তাহখানেক আগে কেজি ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও এখন প্রতি কেজিতে গুনতে হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও