খাদ্য ও জ্বালানি সরবরাহে চাই কার্যকর নীতি সমন্বয়
সমকাল
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ১০:৩৬
বিশ্ব অর্থনীতি ২০২২ সালে প্রথমবারের মতো ১০০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। কিন্তু গত বছরের বহুমুখী ধাক্কা এবং চ্যালেঞ্জের কারণে ২০২৩ সালে অর্থনীতি স্থবির হতে পারে। যে তিন রাষ্ট্রকে (যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীন) বিশ্ব প্রবৃদ্ধির ইঞ্জিন মনে করা হয়, তাদের প্রবৃদ্ধি মন্থর হবে বলে পূর্বাভাস দিয়েছে বিভিন আন্তর্জাতিক সংস্থা। প্রত্যাশার চেয়ে বেশি এবং ক্রমাগত মূল্যস্টম্ফীতি, কঠোর আর্থিক অবস্থা, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ, দীর্ঘস্থায়ী কভিড-১৯ মহামারি এবং সরবরাহ-চাহিদার অসংগতি আরও মন্থর করেছে বিশ্ব অর্থনীতিকে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সর্বশেষ ত্রৈমাসিক বুলেটিনের সম্পাদকীয়তে এমন মত দেওয়া হয়েছে।