ভারতের দুই কাশির সিরাপ সেবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
ভারতে তৈরি কাশির সিরাপ অ্যাম্ব্রোনল ও ডক-১ ম্যাক্স সেবনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সম্প্রতি উজবেকিস্তানে ভারতীয় কোম্পানি ম্যারিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় এ সতর্কবার্তা দিলো সংস্থাটি। আরেকটি সিরাপ হলো, একই কোম্পানির ‘অ্যামব্রোনল’। আপাতত শিশুদের চিকিৎসায় এ দুটি সিরাপ দিতে নিষেধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এরই মধ্যে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ডব্লিউএইচও বলে, উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় অ্যাম্ব্রোনল ও ডক-১ ম্যাক্স সিরাপে অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে। ডাইথাইলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল মানবদেহের জন্য বিষাক্ত ও এটি সেবনে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। সতর্কবার্তায় ডব্লিউএইচও বলে, ভারতের ম্যারিয়ন বায়োটেক কোম্পানির উৎপাদিত ওষুধ কিংবা চিকিৎসাপণ্যগুলো নিম্নমানের। তাছাড়া, কোম্পানিটি এসব পণ্যের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- কাশির সিরাপ