ইনফিনিক্সের নোট ১২ প্রোতে হেলিও জি৯৯ প্রসেসর
স্মার্টফোনের বাজারে ভালো অবস্থান তৈরির অংশ হিসেবে নোট ১২ প্রো বাজারে আনার ঘোষণা দিয়েছে ইনফিনিক্স। নোট সিরিজের ডিভাইসগুলোয় নতুন সংযোজন এটি।
হেলিও জি৯৯ প্রসেসরে দুটি হাইপারফরম্যান্স আর্ম করটেক্স-এ৭৬ প্রসেসর সম্পন্ন একটি অক্টা-কোর সিপিউ রয়েছে, যা ২ দশমিক ২ গিগাহার্টজ পর্যন্ত ক্লকিং করতে পারে। এছাড়া এর উচ্চসক্ষমতাসম্পন্ন আর্ম মালি জি৫৭-ক্লাস জিপিউ গেমিং ও ভিডিও এডিটিংয়ের মতো কাজ সামলাতে সক্ষম। নোট ১২ প্রোতে ৮ জিবি র্যাম রয়েছে, মেমোরি ফিউশনের মাধ্যমে যা ১৩ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এছাড়া ডিভাইসটিতে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহারের মাধ্যমে তা ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ১০৮ মেগাপিক্সেল সিনেম্যাটিক ট্রিপল ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাহায্যে নোট ১২ প্রো ব্যবহার করে কোনো ঝামেলা ছাড়াই ঝকঝকে, উজ্জ্বল ও প্রাণবন্ত ছবি তোলা যায়। ডিভাইসটিতে প্রফেশনাল নাইট সিন, প্রফেশনাল পোর্ট্রেইট মোড ও ফটোগ্রাফি