কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খাবি খা, তাই বলে কাবিখা?

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ০৭:০৪

বাংলাদেশ লুৎফর রহমান রিটনের বিখ্যাত ছড়া ‘খিদে’র আবদুল হাইয়ে ভরে গেছে। সেই এরশাদ আমলে রিটন ছড়ায় লিখেছিলেন:


আবদুল হাই
করে খাই খাই
এক্ষুনি খেয়ে বলে
কিছু খাই নাই।


এই দেশে আবদুল হাইয়েরা রব তুলছে: খাই খাই। কত ধরনের খেকোতে দেশটা ভরে গেছে। বনখেকো, বালুখেকো, নদীখেকো, মাটিখেকো, ব্যাংকখেকো! কী খায় না এরা! আমরা কত কাহিনি পড়ছি, কত খবর পড়ছি, কত খবর শুনছি, আর দেখছি!


ঠিকানাবিহীন সংস্থা ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিচ্ছে, এবং তারপর পালিয়ে যাচ্ছে বিদেশে, খাঁচাও নেই, পাখিও নেই। টাকা তো সবার আগে উড়ে গেছে দূর দেশে। এই দেশে বালিশ আর পর্দা কেনার বিল হয়েছে কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা, প্রতিটার জন্য; আর সেই বালিশ নিচতলা থেকে তিনতলা পর্যন্ত তোলার জন্য আবার বালিশপ্রতি বরাদ্দ হয়েছে শত শত টাকা। এই দেশে করোনা টেস্ট না করে হাসপাতাল থেকে ইচ্ছেমতো পজিটিভ-নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়েছে করোনা-অতিমারির সেই ভয়াল দিনগুলোতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও