শুক্রবার থেকে পর্যটকবাহী জাহাজ চলবে টেকনাফ-সেন্টমাটিন রুটে
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলার অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। তবে পরীক্ষামূলকভাবে প্রথমে যাত্রীবাহী এমভি রাজহংস এবং এমভি পারিজাত চলাচল করবে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষামূলকভাবে আপাতত দুটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার্থে কিছু শর্তও দেওয়া হয়। সেন্টমার্টিন থেকে জাহাজগুলো নিরাপদে ফিরে আসার পর অনুমতি সাপেক্ষে বাকি জাহাজ চলাচল করতে পারবে বলে জানান তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জাহাজ চলাচল শুরু