কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আফিফ পাওয়ার হিটার নয়, সে পাঞ্চার’

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১৯:১৭

পাশাপাশি নেটে ব্যাট করছিলেন ইরফান শুক্কুর ও আফিফ হোসেন। নিজের ব্যাটিংয়ের ফাঁকে ইরফানের দিকে তাকিয়ে আফিফ হঠাৎ বললেন, “মিরপুরের সব প্রতিশোধ এখানে নিয়ে নেন ভাই…‍!” ইরফানও যেন মজা পেয়ে গেলেন। আগ্রাসী শট খেলতে থাকলেন। আফিফ তো আগে থেকেই শট খেলছিলেন। নেটে ৩০ মিনিট ধুন্দুমার ব্যাটিং চলল দুজনের।


মিরপুরের উইকেটে ম্যাচে যেমন, তেমনি নেটেও শট খেলতে অনেক ভাবতে হয় ব্যাটসম্যানদের। অনেক সময়ই থ্রো ডাউন ছাড়া হাত খুলে খেলার অনুশীলন তাদের হয়ে ওঠে না। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তুলনামূলক ভালো উইকেটে প্রথম দিন অনুশীলনে নেমে বোলারদের ওপর ছড়ি ঘোরান চট্টগ্রামের ব্যাটসম্যানরা।


আফিফ অবশ্য বরাবরই আগ্রাসী থাকতেই পছন্দ করেন। এই বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে তিনি কোচ হিসেবে পেয়েছেন জুলিয়ান উডকে, বিশ্ব ক্রিকেটে যার পরিচিতি ‘পাওয়ার হিটিং কোচ’ হিসেবে। পেশির জোরে শট খেলা নিয়ে কাজ করা ও উন্নতির সুযোগ তাই তার আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও