![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-01%2Fc749eeab-f344-445b-9177-6df12bab44e6%2Fsamsung_galaxy_s23_winfuture_120123_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
উন্মোচনের আগেই ফাঁস স্যামসাং গ্যালাক্সি এস২৩’র ছবি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১৯:১৬
স্যামসাংয়ের পরবর্তী আয়োজনে ‘গ্যালাক্সি এস ২৩’ সিরিজের ডিভাইস উন্মোচনের কথা থাকলেও এর বিভিন্ন ছবি আগেই ফাঁস হয়ে গেছে।
এইসব ছবি উন্মোচন করেছে জার্মান সাইট উইনফিউচার। আর এতে ‘গ্যালাক্সি এস২৩’ ডিভাইসের ভিত্তি মডেলের নকশার পাশাপাশি এর বিভিন্ন রঙের দেখাও মিলেছে।
উইনফিউচার প্রকৌশল রোলান্ড কোয়ান্ডটের তথ্য অনুযায়ী, এগুলো আগের কোনো মডেলের ভিত্তিতে ভক্তের তৈরি কোনো ছবি নয়, বরং স্যামসাংয়ের বাণিজ্যিক প্রচারণার অফিসিয়াল ছবি। নতুন হ্যান্ডসেটটি আরও কাছে থেকে দেখতে উইনফিউচারের প্রতিবেদনে তালিকাভুক্ত অন্যান্য ছবি দেখার পরামর্শ দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে