![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/01/12/social/1673527890.modu.jpg)
১০০ গ্রাম মধু দিয়ে ৪০০ কেজি মধু তৈরি, জরিমানা ৩ লাখ
সাতক্ষীরা: দুই বস্তা চিনির সঙ্গে মাত্র ১০০ গ্রাম সরিষা ফুলের মধু ও অন্যান্য কেমিক্যাল মিশিয়ে বানানো হয় ৪০০ কেজি ভেজাল মধু। পরে এসব মধু কুরিয়ার যোগে খাঁটি মধুর নামে পাঠানো হয় ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।
আর সাধারণ মানুষ নিজেদের অজান্তেই খাঁটি মধু হিসেবে কেনেন তা। এভাবেই বছরের পর বছর মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন কামাল হোসেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- খাদ্যে ভেজাল
- ভেজাল খাদ্য