![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/01/online/facebook-thumbnails/srilanka-(3)-samakal-63bff49cae5f0.jpg)
১০ ওভার বাকি থাকতেই অলআউট শ্রীলঙ্কা
সমকাল
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১৮:০৮
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুলদীপ-সিরাজদের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কান ব্যাটাররা। আগে ব্যাট করে ৩৯.৪ ওভারে ২১৫ রানেই অলআউট হয়ে যায় শানাকারা। সর্বোচ্চ রান অভিষেক হওয়া নুয়ানিদু ফার্নান্দোর।
অর্ধশতরান করেন তরুণ ওপেনার। ভারতের হয়ে বোলিংয়ে সেরা পারফরম্যান্স কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। দুজনেই তুলে নেন তিন উইকেট।সিরিজের সমতা ফেরানোর ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। শুরুটা খারাপ করেনি সফরকারীরা। ১০২ রানে মাত্র এক উইকেট হারায় শ্রীলঙ্কা। বড় রানের দিকেই এগোচ্ছিল।