হাজার কোটি বছর আগে ‘নক্ষত্র সৃষ্টির’ ছবি দেখাল জেমস ওয়েব
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১৬:৪১
জেমস ওয়েব টেলিস্কোপের তোলা এক নতুন ছবিতে দেখা যাচ্ছে, কীভাবে এক হাজার কোটি বছরেরও বেশি সময় আগে মহাবিশ্বের শুরুর দিকে সর্বপ্রথম তারাপুঞ্জ গঠিত হয়েছিল।
পৃথিবীর চেয়ে দুই লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত ‘এনজিসি ৩৪৬’ নামে পরিচিত একগুচ্ছ নক্ষত্রের শুরুর দিকের অবস্থা দেখা গেছে ওই ছবিতে।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, এতে মহাবিশ্বের শুরুর পরিস্থিতির দেখা মেলায় এটি জোতির্বিদদের আগ্রহের জায়গা হিসেবে বিবেচিত হচ্ছে। আর ‘বিং ব্যাংয়ের’ দুইশ বা তিনশ কোটি বছর পর কীভাবে প্রথম নক্ষত্রগুলো গঠিত হয়েছে, এইসব জায়গা নিয়ে গবেষণা করে সে সম্পর্কে তারা আরও বেশি শেখার চেষ্টা সবসময়ই করেছেন।
এই সময়টা ‘কসমিক নুন’ নামে পরিচিত। সে সময় নক্ষত্র গঠনের প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকর ছিল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ছবি প্রকাশ
- টেলিস্কোপ