পাঁচশ কোটি ডলারের সম্পদ উদ্ধারের দাবি এফটিএক্স-এর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১৬:৩৬

পাঁচশ কোটি ডলারের বেশি সম্পদ পুনরুদ্ধার করেছে ধসের মুখে পড়া ক্রিপ্টো এক্সচেঞ্জ এফটিএক্স- এমনই দাবি করেছেন কোম্পানির এক আইনজীবি।


তবে, যুক্তরাষ্ট্রের এক দেউলিয়া আদালতে বুধবার দেওয়া তথ্য বলছে, ক্রিপ্টো এক্সচেঞ্জটির গ্রাহকদের ক্ষতির পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি।


এফটিএক্স-এর সাবেক প্রধান স্যাম ব্যাংকম্যান-ফ্রিডের বিরুদ্ধে ‘মহাকাব্যিক’ জালিয়াতির অভিযোগ তোলেন দেশটির প্রসিকিউটররা, যার ফলে কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পড়েন বিভিন্ন বিনিয়োগকারী, গ্রাহক ও বিনিয়োগকারী।


আদালতে নিজের প্রথম হাজিরায় বিনিয়োগকারীদের ঠকানোর অভিযোগ অস্বীকার ও নিজেকে নির্দোষ দাবি করেন ফ্রিড।


“আমরা পাঁচশ কোটি ডলারের বেশি নগদ অর্থ, তরল ক্রিপ্টোমুদ্রা ও তরল বিনিয়োগ পুনরুদ্ধার করতে পেরেছি।” --ডেলাওয়্যার রাজ্যের দেউলিয়া আদালতের বিচারক জন ডরসিকে বলেন এফটিএক্স-এর আইনজীবি অ্যান্ডি ডায়েটডেরিচ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও