না.গঞ্জ যুবদল নেতা শাহেদসহ ৫ নেতাকর্মী কারাগারে
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদসহ পাঁচ বিএনপি নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে উচ্চ আদালত থেকে আগাম জামিন পাওয়া ১৯ বিএনপি নেতাকর্মী জামিনের আবেদন করলে আদালত পাঁচজনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় আরও ১৪ বিএনপি নেতাকর্মীর জামিন বহাল রাখে আদালত।
এর আগে ১ ডিসেম্বর সদর মডেল থানায় শহরের চাষাঢ়ায় মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে বিস্ফোরণ আইনে বিএনপির ৬৯ জন নেতাকর্মীর নামে মামলা করে পুলিশ। এ মামলায় উচ্চ আদালত থেকে বিএনপির নেতাকর্মীরা ছয় সপ্তাহের আগাম জামিন লাভ করেন।
জামিন বাতিল করে কারাগারে পাঠানো বিএনপি নেতারা হলেন- শাহেদ আহমেদ, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সমন্বয়ক হারুন শেখ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জাকির হোসেন, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা পিচ্ছি মাসুম।