You have reached your daily news limit

Please log in to continue


জ্যামের কারণে ফারিয়াদের শুটিং বাতিল, ৪ লাখ টাকার ক্ষতি!

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকেই রাজধানী জুড়ে তীব্র যানজট। মূলত মধ্যরাত থেকে সৃষ্টি হওয়া যানজট বিমানবন্দর এলাকা ছাড়িয়ে একদিকে রাজধানীর মহাখালী ও অন্যদিকে রামপুরা এবং মিরপুর রুটে কালশী পর্যন্ত গিয়ে ঠেকেছে। ভয়াবহ এই যানজটের কারণে ওইসব এলাকা দিয়ে যাতায়াতকারীরা পড়েছেন বিপাকে। ঘণ্টার পর ঘণ্টা সময় তাদের রাস্তায় পার করতে হচ্ছে। অনেককেই বাতিল করতে হচ্ছে পূর্ব নির্ধারিত যাত্রা, কাজ।

জ্যামের কবলে পড়ে শুটিং বাতিল করতে হয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’ ইউনিটকে। আজ সকাল ৭টা থেকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে নাটকটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল এগারটার পরও শিল্পীরা বিভিন্ন রাস্তায় জ্যামে আটকে থাকায় শুটিংটি বাতিল করতে বাধ্য হন পরিচালক হাসান রেজাউল।

শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া, শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, মিলি বাশার, মাসুম বাশার, সারিকা সাবা, আবু হুরায়রা তানভীর, নাবিলা ইসলাম প্রমুখের। কিন্তু কল টাইমের ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও জ্যামের কারণে কেউ লোকেশনে পৌঁছাতে পারেননি। ফলে শুটিং বাতিল করতে হয়।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন শবনম ফারিয়া এবং হাসান রেজাউল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন