২৯ এপ্রিল থেকে ঢাবি ভর্তি পরীক্ষা শুরু, অংশ নিতে পারবেন ট্রান্সজেন্ডাররাও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর জন্য সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি।
আজ বৃহস্পতিবার সকালে এই কমিটির সভায় ভর্তি পরীক্ষার এই তারিখ সুপারিশ করা হয়।
কমিটির একাধিক সদস্য জানান, আগামী ৩০ জানুয়ারি অ্যাকাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এটি চূড়ান্ত করা হবে।
কমিটি সূত্রে জানা যায়, প্রতিবছর 'সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা' নামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে এবার 'আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম' নামে হবে ভর্তি পরীক্ষা।
৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডাররাও অংশ নিতে পারবেন৷
ভর্তি পরীক্ষার জন্য সুপারিশকৃত তারিখগুলো হলো: ২৯ এপ্রিল চারুকলা ইউনিট, ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী ২৯ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরুর সুপারিশ করা হয়েছে।'
গত ২ শিক্ষাবর্ষের মতো এবারও দেশের বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷