পথে পথে পাথর ছড়ানো

যুগান্তর মোকাম্মেল হোসেন প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ০৪:৪২

ছোট নাতির অসুখের সংবাদ শুনে ঢাকায় যাওয়া সাব্যস্ত করলেন ছবদর খান। ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়া এখন আঙুলের তুড়ি বাজানোর মতোই সহজ। ‘ফোর লেন’ সড়কে প্রচুর বাস চলাচল করে।


মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে টিকিট কেটে বাসে উঠলেই হলো। দুই-আড়াই ঘণ্টার মধ্যে ঢাকার মামলা খতম। তবে এ ব্যাপারে আপত্তি পেশ করল ছবদর খানের ভাগ্নে মিলন খান। বলল-


: বাসে যাওয়ার নাম ভুলেও মুখে লইন না যে মামা!


: কেন! সমস্যা কী?


: সমস্যা গুরুতর। পরশু দিন ঢাকা যাওনের কালে আমারে বাপের নাম ভুলাইয়া দিছিল।


: বাসে ডাকাতি হইছিল


: না।


: বাস অ্যক্সিডেন্ট খাইছিল?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও