কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জানুয়ারি থেকেই গ্যাস-বিদ্যুতের বাড়তি বিল!

বিদ্যুতের পাশাপাশি গ্যাসের দামও বাড়াতে সক্রিয় হয়ে উঠেছে সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিলম্বিত করলে নির্বাহী আদেশের মাধ্যমে দাম বাড়িয়ে দিতে চায় মন্ত্রণালয়।

নির্বাহী আদেশে গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি অনেকটাই নিশ্চিত হলেও, বিদ্যুতের বিষয়টি এখনও পরিষ্কার নয়। বিতরণ কোম্পানিগুলোর দাম বৃদ্ধির আবেদনের উপর গত ৮ জানুয়ারি শুনানি নিয়েছে বিইআরসি। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত দিতে চাপ দেওয়া হচ্ছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিদ্যুৎ বিভাগ বিলিং মাস জানুয়ারি থেকেই নতুন দর কার্যকর করতে চায়। আরইবিসহ কোন কোন সংস্থা ১০ জানুয়ারি মধ্যেই বিল তৈরির কাজ শুরু করে। সে সব গ্রাহকের বিল আদায়ে সমস্যা হতে পারে। যে কারণে ১৫ জানুয়ারির পূর্বেই দাম বৃদ্ধির প্রক্রিয়া শেষ করতে তোড়জোড় চলছে। ফেব্রুয়ারির বিলের সঙ্গে জানুয়ারির বর্ধিত বিল আদায় করতে গেলে নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। এ কারণে ১৫ জানুয়ারির আগেই আদেশ দিয়ে বিল আদায়ের জটিলতা এড়তে চায় সরকার।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) হোসেন পাটোয়ারী বার্তা২৪.কম-কে বলেছেন, গ্রাহকের শ্রেণিভেদে বিলিং সময়ে ভিন্নতা রয়েছে। মোট গ্রাহকের ৯১ শতাংশ আবাসিক, বিপুল সংখ্যাক গ্রাহকদের বিলের ব্যবস্থাপনার জন্য মাসের ৬ থেকেই রিডিং গ্রহণ এবং বিল প্রদান শুরু করে ২৪ জানুয়ারি পর্যন্ত চলমান থাকে। মাসের মাঝামাঝি সময়ে দাম বাড়লে সমস্যা নেই, পরের মাসে বিলের সঙ্গে সমন্বয় করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন