ফিলিপাইনে পেঁয়াজের বাজারে আগুন! কেজি ১১০০ টাকা

www.tbsnews.net ফিলিপাইন প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ১৮:৫৭

ফিলিপাইনের খাবারদাবারে পেঁয়াজ একটি অপরিহার্য উপাদান। কিন্তু সেই পেঁয়াজের দাম এখন দেশটিতে আকাশ ছুঁয়েছে। খবর মার্কিন গণামাধ্যম সিএনএন-এর।


দেশটিতে এখন মুরগির চেয়ে তিনগুণ বেশি দামি পেঁয়াজ। এমনকি গরুর মাংসও পেঁয়াজের চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে সেখানে।


ফিলিপাইনে গত সোমবার লাল ও সাদা পেঁয়াজ প্রতি কেজি ৬০০ ফিলিপাইন পেসোতে বিক্রি হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় ১১০০ টাকার সমান।



দেশটির কৃষি বিভাগের তথ্যমতে সেখানে মুরগির কেজি ২২০ পেসো বা প্রায় ৪০০ টাকা। অন্যদিকে গোমাংসের দাম পেঁয়াজের চেয়ে ৩০ শতাংশ সস্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও