You have reached your daily news limit

Please log in to continue


ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৬ নাগরিকের কারাদণ্ড

ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ছয় নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।বুধবার (১১ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।

বিষয়টি জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।দণ্ডপ্রাপ্তরা হলেন মিয়ানমারের আকিয়াব শহরের বরিমা বড়ুয়ার ছেলে চওনা বড়ুয়া, তারাইংনা শহরের খ্যাইন চউলের ছেলে লাম সিং, আকিয়াবের রাসি অংয়ের ছেলে মং সা, তাজ অংয়ের ছেলে চওনা, উলাটি অংয়ের ছেলে মং চেতে, মৎ সাওয়ের ছেলে উয়া নাই।পিপি ফরিদুল আলম বলেন, ‘২০১৮ সালের ১ মার্চ টেকনাফের সেন্টমার্টিনের পাশের সাগর থেকে ৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ছয় নাগরিককে গ্রেফতার করেছিল কোস্টগার্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন